Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

 রশোধ     ং উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির আপ্যায়ন খরচ বাবদ প্রদান।৯ মসের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

শিবচর, মাদারীপুর।

 

 

শিবচর উপজেলার ২০১৪ সনের ৫ম মাসিক (মে) সভার কার্যবিবরণী।

 

সভাপতি                          ঃ        জনাব মোঃ রেজাউল করিম তালুকদার

                                             চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শিবচর, মাদারীপুর।

                        সভার স্থান                        ঃ        উপজেলা পরিষদ সভাকক্ষ।

সভার তারিখ ও সময়           ঃ        ২২-০৫-২০১৪ তারিখ, সকাল ১১.০০ ঘটিকা।

 

 

 

সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ সংশিস্নষ্ট রেজিষ্টারে সংরক্ষিত।

 

 

 

 

সভায় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভাপতি সভার কাজ শুরম্ন করেন।  অতঃপর আলোচ্যসূচি অনুযায়ী সভা পরিচালনার জন্যউপজেলা নির্বাহী  অফিসার, শিবচরকে অনুরোধ জানান।

 

 

আলোচ্য সূচি-০১। ২৮-০৪-২০১৪ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ উপজেলা নির্বাহী অফিসার, শিবচর উপজেলা গত ২৮-০৪-২০১৪ তারিখে অনুষ্ঠিত মাসিক সভার কার্যবিবরণী পাঠ করে শুনালে কোন সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

 

আলোচ্য সূচি-০২। কমিটি কর্তৃক সুপারিশের বিষয়ে আলোচনাঃ উপজেলা পর্যায়ে কোন বিভাগ হতে কমিটির সুপারিশ পাওয়া যায়নি বিধায় এ বিষয়ে কোন আলোচনা করা গেল না।

সিদ্ধামত্মঃ  পরবর্তী মাসের মাসিক সভার পূর্বে বিভাগীয় প্রধানগণ স্ব-স্ব বিভাগের কার্যক্রম সম্পর্কে সুপারিশমালা প্রস্ত্ততপূর্বক উপজেলা মাসিক সভায় উপস্থাপনের জন্য পুনরায় অনুরোধ করা হলো।

আলোচ্য সূচি-০৩। (ক) স্বাস্থ্য ও প: প: বিভাগঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, শিবচর সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। তিনি আরও জানান তার বিভাগের নিমণরম্নপ কার্যক্রম চলমান।

 

আমত্মঃবিভাগে চিকিৎসাপ্রাপ্ত রোগী   ঃ              ৩৬৭  জন           বহিঃবিভাগে চিকিৎসাপ্রাপ্ত রোগী     ঃ                  ৩২৩৯      জন

জরম্নরী বিভাগে চিকিৎসাপ্রাপ্ত রোগী ঃ  ৫৪৬ জন           স্বাভাবিক ডেলিভারী (হাসপাতালে)  ঃ          ১৯       জন

স্বাভাবিক ডেলিভারী (বাড়িতে)     ঃ      ১৭৩ জন            সিজারিয়ান ডেলিভারী                ঃ          ১৮       জন

ডি এস এফ কার্যক্রম   ঃ  ANC - ৫৫৬ PNC – ৩৭৯     মাঠ পর্যায়ে সেবা কার্যক্রম           ঃ        ১০০%  

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

 

(খ) উপজেলা প্রাণিসম্পদ বিভাগঃউপজেলা প্রাণি সম্পদ অফিসার, শিবচর সভাকে জানান যে,তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। উল্লেখযোগ্য কোন সমস্যা নেই।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

(গ)উপজেলা কৃষি বিভাগঃ উপজেলা কৃষি অফিসার, শিবচর সভাকে জানান যে, তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। উল্লেখযোগ্য কোন সমস্যা নেই।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

(ঘ) এল,জি,ই,ডিঃউপজেলা প্রকৌশলী, শিবচর, সভাকে অবহিত করেন যে, বাংলা ১৪২০ সনে বাজিতপুর হাটের ইজারা লব্দ ১৫% অর্থে বাজিতপুর হাটের জুয়েল শিকদারের  দোকান হতে আনোয়ার সরদারের দোকান পর্যমত্ম ইটের সোলিং দ্বারা রাসত্মা নির্মাণ এবং মাদবরেরচর হাট উন্নয়নের জন্য (ক) মাদবরেরচর হাটের বাঁশ হাটায় ড্রেন নির্মাণ (খ) বাঁশ হাটায় মাটি ভরাট ,(গ) মাদবেররচর  হাটের দÿÿণ পার্শেব পূর্ব পশ্চিম ড্রেন নির্মাণ। বাঁশকান্দি ও মাদবরেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাদের পরিষদের রেজুলেশনের মাধ্যমে প্রকল্প দাখিল করেছেন। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয় এবং মাদবরেরচর ও বাঁশকান্দি হাটের বিভিন্ন ড্রেন এবং বাঁশ হাটে মাটি ভরাট করার সিদ্ধামত্ম সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

সিদ্ধামত্মঃ  বাঁশকান্দি ও মাদবরেরচর হাটের বাঁশ হাটায় ড্রেন  নির্মাণ ও মাটি ভরাট করতে হবে।  

বাসত্মবায়নেঃ উপজেলা প্রকৌশলী,শিবচর,মাদারীপুর।

 

(ঙ)উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিবচর সভাকে অবহিত করেন যে, তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

(চ) প্রাথমিক শিক্ষা বিভাগঃউপজেলা শিক্ষা অফিসার, শিবচর সভাকে জানান যে, তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

(ছ)উপজেলা সমাজসেবা অফিসঃ  উপজেলা সমাজসেবা অফিসার, শিবচর সভাকে জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরে বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধি ভাতার তালিকা দ্রম্নত উপজেলা সমাজসেবা অফিসারের নিকট জমা প্রদানের জন্য অনুরোধ করেন।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।         

(জ)উপজেলা মৎস্য দপ্তরঃ উপজেলা মৎস্য কর্মকর্তা, শিবচর সভাকে অবহিত করেন যে, তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। 

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।                    

 

(ঝ)উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগঃ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবচর সভাকে অবহিত করেন যে, এপ্রিল/১৪ মাসে ১৯ দম্পতিকে স্থায়ী সেবা, ২৮ দম্পতিকে ‘‘কপারটি’’ সেবা এবং ৯২ দম্পতিকে ইমপস্ন্যান্ট সেবা প্রদান করা হয়। অস্থায়ী পদ্ধতির ক্ষেত্রে অর্জন ইনজেকশন ৬৮৬ খাবার বড়ি ১৯০৬ এবং ২১১ দম্পতিকে কনডম প্রদান করা হয়। তিনি কাজের অগ্রগতি তরান্বিত করার জন্য  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভাগীয় কর্মকর্তাদের  সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

(ঞ) পলস্নী বিদ্যুৎ বিভাগঃ শিবচর পলস্নী বিদ্যুৎ সমিতি সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

(ট) উপজেলা ত্রাণ বিভাগঃ উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা,শিবচর সভায় জানান যে, টি,আর কর্মসূচির চলতি অর্থ বছরের গ্রঅঃঅঃরঃ(টিআর) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ৩০০.০০০ মেঃটন চালের বিপরীতে ২৬৫টি প্রকল্প এবং ও ২য় পর্যায় ৩০০.০০০ মেঃটন গমের বিপরীতে ২৮০টি প্রকল্পে এবং সাধারণ ১ম পর্যায় ১৭০.৩৬৬৫ মেঃটন চালের বিপরীতে ১১৫টি পৌরসভায় ১৩.২২৩৩ মেঃটন গমের বিপরীতে ১৩টি ২য় পর্যায় ১৭০.৩৬৬৫ মেঃটন গমের বিপরীতে ১৩০টি পৌরসভায় ১৩.২২৩৩ মেঃটন গমের বিপরীতে ১৩টি  তাছাড়া বিশেষ ২৭.০০০ মেঃটন চালের বিপরীতে ৮টি প্রকল্পের বরাদ্দপত্র ছাড় করা হয়েছে। কাজের অগ্রগতি ১০০% ।

 

       অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ১ম  পর্যায়ের কাজ শেষ হয়েছে। ২য় পর্যায়ের ১৩৬৩ জন শ্রমিকের বিপরীতে ১,০৯,০৪,০০০/- বরাদ্দ পাওয়া গিয়েছে।৪০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ চলমান রয়েছে।

 

        গ্রাঅঃসঃ(কাবিখা) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ৩০০.০০০ মেঃটন গমের বিপরীতে ২১টি প্রকল্পের মধ্যে ১৩টি প্রকল্পের কাজ ১০০% কমাপ্ত করা হয়েছে। সাধারণ ১ম পর্যায় ১৭৭.৭৩৬ মেঃটন গমের বিপরীতে ১৯টি প্রকল্পের কাজ ১০০% সমাপ্ত করা হয়েছে।  গ্রাঅঃসঃ(কাবিখা নগদ অর্থ) কর্মসূচীর আওতায় ২য় পর্যায়ের জন্য নির্বাচনী এলাকা ভিত্তিক ৫০,৬২,৫০০/-টাকার বিপরীতে ৩১টি এবং সাধারণ২য় পর্যায়ের জন্য ৪০,৯২,৯০৫/৫০ বিপরীতে১৯টি প্রকল্পে গ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্প গুলো জেলা প্রশাসক মাদারীপুর মহোদয়ের বরাবরে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পাওয়া যায়নি।

সিদ্ধামত্মঃ  জরম্নরী ভিত্তিতে প্রকল্প বাসত্মবায়ন করার জন্য অনুরোধ করা হলো।

 

 (ঠ) উপজেলা পল্লী উন্নয়ন বিভাগঃউপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, শিবচর সভায় জানান তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। 

 

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

 

(ড) উপজেলা সমবায় অফিসঃ উপজেলা সমবায় অফিসার, শিবচর সভায় জানান যে, মে/১৪ মাসে মোট সমিতির সংখ্যা ক) অডিট যোগ্য সমিতি- ১৭৪টি, খ) চলতি মাস পর্যমত্ম অডিট সম্পন্ন-১২৫টি, গ) চলতি মাস পর্যমত্ম নতুন নিবন্ধিত সমিতি- ১১টি, ঘ) চলতি মাস পর্যমত্ম পরিদর্শন দূত সমিতি- ৩৪টি, ঙ) ২০১১-২০১২ সনের ধার্যকৃত অডিট ফি: ২৩৭৩০/-টাকা, চ) চলতি মাস পর্যমত্ম সরকারী প্রজারীতে জমা: ২৩,৭৩০/-টাকা, ছ) ২০১১-২০১২ সনের ধার্যকৃত সিডিএফ: ৭১০৬/-টাকা, জ) চলতি মাস পর্যমত্ম সংশিস্নষ্ট হিসাবে জমা: ৭১০৬/-টাকা, ঝ) চলতি মাস পর্যমত্ম সংগঠিত সমিতি: ০৪টি। তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। 

 

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

 

(ঢ) উপজেলা খাদ্য বিভাগঃ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, শিবচর সভায় জানান যে, চাউলের মান খারাব থাকায় মানুষ ও,এম,এস এর চাউল ক্রয় না করার কারণে ২৪-০৫-২০১৪ তারিখ হতে ও,এম,এস কার্যক্রম বন্ধ রয়েছে। উল্লেখযোগ্য কোন সমস্যা নেই। 

 

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

 

(ণ) জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগঃউপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য),শিবচর সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।   

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

(ত) উপজেলা যুব উন্নয়ন অফিসঃউপজেলা যুব উন্নয়ন অফিসার, শিবচর সভাকে জানান যে, তার বিভাগের কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

(থ) উপজেলা মহিলা বিষয়ক অফিসঃউপজেলা মহিলা বিষয়ক অফিসার, শিবচর সভাকে জানান যে , তার বিভাগের কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে। উল্লেখযোগ্য কোন সমস্যা নেই।

(দ) উপজেলা পরিসংখ্যান অফিসঃ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, শিবচর সভাকে জানান যে , তার বিভাগের কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে। উল্লেখযোগ্য কোন সমস্যা নেই।

 

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

(ধ) উপজেলা আনসার ও ভিডিপিঃ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, শিবচর সভাকে জানান যে , তার বিভাগের কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে। উল্লেখযোগ্য কোন সমস্যা নেই।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

 

(ন) পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়ঃউপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, শিবচর সভাকে জানান যে , তার বিভাগের কাজকর্ম স্বাভাবিক গতিতে চলছে। উল্লেখযোগ্য কোন সমস্যা নেই।

সিদ্ধামত্মঃ  তার বিভাগের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

আলোচ্য সূচি-০৪ ঃ বাজেট অনুমোদন বিষয়ক আলোচনাঃ উপজেলা নির্বাহী অফিসার সভাকে অবহিত করেন যে, আইন অনুযায়ী মে মাসের মধ্যে আগামী ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট প্রস্ত্তত এবং অনুমোদ করতে হবে। এ লÿÿ্য শিবচর উপজেলা পরিষদের খসড়া বাজেট প্রস্ত্তত করা হয়েছে। তিনি সভায় খসড়া বাজেট পাঠ করে শুনান এবং সভাকে জানান যে, এ বাজেট জনগণের মতামতের জন্য উক্ত রাখা হয়েছিল(কপি সংযুক্ত)। সকলের মতামতের ভিত্তিতে খসড়া বাজেট প্রস্ত্তত করা হয়েছে। পরিষদের অনুমোদন পেলেই খসড়া বাজেট চূড়ামত্ম বাজেট রম্নপামত্মর হবে এবং বাজেটের কপি সরকারসহ সংশিস্নষ্ট কর্তৃপÿÿর নিকট প্রেরণ করা যাবে। সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।

সিদ্ধামত্মঃ সভায় উপস্থাপিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং অনুমোদিত বাজেটের কপি সংশিস্নষ্ট সকলের নিকট প্রেরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়।

বিবিধ আলোচনাঃ (১)উপজেলা প্রকৌশলী সভাকে জানান যে, মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলার বৃহত্তর ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর এলাকায় ÿুদ্রাকার পানি  উন্নয়ন প্রকল্পের আওতায় নিমণবর্ণিত খালগুলো সংস্কার করা প্রয়োজন। 

ক্রমিক

উপজেলার নাম

ইউনিয়ন

উপ-প্রকল্প

শিবচর

বাঁশকান্দি

বাঁশকান্দি বিল পদ্মা নদী হইতে গাড়ড়ীর হাট ও বাবুর হাট হইয়া সাতভাগিয়া সীমানা পর্যমত্ম মরা নদী পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

ভান্ডারীকান্দি

ভান্ডারীকান্দি গৌরবাড়ী মসজিদ হইতে মোর্শেদউজ্জামান হাওলাদারের বাড়ী পর্যমত্ম মরা নদী পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

ভান্ডারীকান্দি

ক্রোকচর নতুন বাজার হইতে একিন হাওলাদারের বাড়ী পর্যমত্ম মরা নদী পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

বহেরাতলা

ছোট বহেরাতলা কাজীাকন্দি হইতে সাহেদালী বেপারী বাড়ী হইয়া সম্ভূক পর্যমত্ম খাল পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

বহেরাতলা

টেকের হাট হইতে বহেরাতলা আলা মুন্সীর বাড়ী পর্যমত্ম খাল পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

দত্তপাড়া

বাচামা ফেলু হাজীর কান্দি হাসানদি খাল পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

সন্যাসিরচর

দত্তপাড়া

গুপ্তেরকান্দি হইতে আর্য্য দত্তপড়া হইয়া মরা নদী পর্যমত্ম খাল পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

সন্যাসিরচর

সন্যাসিরচর আড়িয়াল খাঁ নদী হইতে সন্যাসিরচর মহববতপুর বায়া আজগর হাওলাদাকান্দি পর্যমত্ম খাল পুনঃখনন উপ-প্রকল্প।

শিবচর

সন্যাসিরচর

রাজারচর কাজীকান্দি পাকা রাসত্মা হইতে মহবতপুর হইয়া আজগর হাওলাদার কান্দি পর্যমত্ম বেরীবাধ নির্মাণ উপ-প্রকল্প।

১০

শিবচর

ভদ্রাসন

ক্রোকচর নতুন বাজার হইতে জয়নগর ইউনিয়ন সীমানা পর্যমত্ম মরানদী পুনঃখনন উপ-প্রকল্প।

১১

শিবচর

বন্দরখোলা

সদরপুর সীমানা হইতে চোকদারকান্দি হইয়া মাদবচর সীমানা পর্যমত্ম বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

১২

শিবচর

বন্দরখোলা

গহের শিকদারকান্দি হইতে চোকদারকান্দি হইয়া মজিদ হাওলাদার বাড়ী পর্যমত্ম খাল পুনঃখনন উপ-প্রকল্প।

১৩

শিবচর

শিরম্নয়াইল

নয়াবাজার সাদেকাবাদ মোড় পর্যমত্ম বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

১৪

শিবচর

শিরম্নয়াইল

সাদেকাবাদ মোড় পর্যমত্ম বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

১৫

শিবচর

শিবচর

শিবচর-উৎরাইল পাকা সড়ক হইতে আর্শাব মীরের বাড়ী হইয়া শিবরায়েরকান্দি জোরা ব্রীজ পর্যমত্ম বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

১৬

শিবচর

কাদিরপুর

ডিগ্রীরচর সীমানা হইতে আমজাদ ফকিরের পর্যমত্ম খাল পুনঃখনন উপ-প্রকল্প।

১৭

শিবচর

উমেদপুর

কদম মোড়লকান্দি রেজি: প্রা:বি:হইতে শিবচর পৌরসভা পর্যমত্ম মরা নদী পুন:খনন উপ-প্রকল্প।

১৮

শিবচর

উমেদপুর

গোলার বাজার হইতে কুমেরপাড় হইয়া বাশকান্দি বাজার পর্যমত্ম খাল পুন:খনন উপ-প্রকল্প।

১৯

শিবচর

নিলখী

কবিরাজপুর সীমানার মালেক সিকদারের বাড়ীর নিকট আড়িয়ালখা নদী হইতে পামত্মাপাড়া ব্রীজ পর্যমত্ম খাল পুন:খনন উপ-প্রকল্প।

২০

শিবচর

কাঠালবাড়ী

চরজানাজাত ইউনিয়নের সীমানা হইতে হাজরারহাট হইয়া চানমিয়া হালাদারের বাড়ী পর্যমত্ম বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

২১

শিবচর

কুতুবপুর

বড়কেশবপুর মরা নদী হইতে দ্বিতীয়াখন্ড ওয়াপদা খাল পর্যমত্ম খাল পুন:খনন উপ-প্রকল্প।

২২

শিবচর

কুতুবপুর

কুতুবপুর মরা নদী পুন:খনন ও বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

২৩

শিবচর

চরজানাজাত

খাসেরহাটের পিছনের কোন হইতে মাগুরখন্ড কোন পর্যমত্ম খাল পুন:খনন উপ-প্রকল্প।

২৪

শিবচর

চরজানাজাত

জলসেন সীমানা থেকে হকিয়তপুর সীমানা হইয়া জববর হাওলাদারের খাল পর্যমত্ম বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

২৫

শিবচর

মাদবরেরচর

ময়নাকাটা নদী/খাল পুন:খনন উপ-প্রকল্প।

২৬

শিবচর

মাদবরেরচর

পদ্মানদী বেরীবাধ নির্মান উপ-প্রকল্প।

২৭

শিবচর

মাদবরেরচর

ডাইয়ারচর সারেবিশ রশি খাল পুন: খনন উপ-প্রকল্প।

              

               সভায় এ বিষয়ে বিসত্মারিত আলোচনামেত্ম নিমণরম্নপ সিদ্ধামত্ম গৃহীত হয়।

 

সিদ্ধামত্মঃউপর্যূক্ত খালগুলো খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান প্রকৌশলী, এলজিইডি ,ঢাকা বরাবর পত্র যোগাযোগের সিদ্ধামত্ম গৃহীত হয়।

বাসত্মবায়নেঃউপজেলা নির্বাহী অফিসার,শিবচর,মাদারীপুর।

 

বিবিধ আলোচনাঃ (২) উপজেলা পরিষদের কমিটি পূণঃগঠন বিষয়ক আলোচনাঃ  উপজেলা নির্বাহী অফিসার সভাকে জানান যে, গত ২৮/৪/২০১৪ তারিখের মাসিক সভায় উপজেলা পরিষদের ১৭ টি কমিটি গঠন করা হয়েছে। বিধিমালা পরিবর্তন হওয়ার কারণে ৩টি কমিটির সদস্য সচিব নির্ধারন করতে হবে। সভায় এ বিষয়ে বিসত্মারিত আলোচনামেত্ম নিমণরম্নপ সিদ্ধামত্ম গৃহীত হয়।

সিদ্ধামত্মঃ ০১। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিটিতে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাকে সদস্য সচিব,

          ০২। মৎস্য ও প্রাণিসম্পদ কমিটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সদস্য সচিব এবং

          ০৩। পলস্নী উন্নয়ন ও সমবায় কমিটিতে পলস্নী উন্নয়ন কর্মকর্তাকে সদস্য সচিব মনোনয়ন দেয়ার সিদ্ধামত্ম সর্বসম্মতিক্রমে

                গৃহীত হয়।

বিবিধ আলোচনা-৩ঃ এম,এল,এস নিয়োগ সংক্রামত্ম আলোচনাঃ উপজেলা নির্বাহী অফিসার সভাকে জানান যে, উপজেলা পরিষদে মাষ্টার রোলে ২জন এম,এল,এস,এস নিয়োগ করার বিধান রয়েছে। বর্তমানে ০১ জন এম,এল,এস,এস কর্মরত আছে। একজন  এম,এল,এস,এস এর পÿÿ চেয়ারম্যান এবং ২ জন ভাইস চেয়ারম্যান মহোদয়গণের অফিসে যথাযথভাবে কার্যসম্পাদন করা সম্ভব নয়। সুতরাং আরেকজন এম,এল,এস,এস নিয়োগ করা প্রয়োজন। সভায় এ বিষয়ে বিসত্মারিত আলোচনামেত্ম নিমণরম্নপ সিদ্ধামত্ম গৃহীত হয়।

সিদ্ধামত্মঃবিধি মোতাবেক মাস্টার রোলে একজন এম,এল,এস,এস নিয়োগ করতে হবে।

বাসত্মবায়নেঃচেয়ারম্যান, উপজেলা পরিষদ,শিবচর,মাদারীপুর।

 

 সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(মোঃ রেজাউল করিম তালুকদার)

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

শিবচর, মাদারীপুর।

 

স্মারক নং ০৫.৪১.৫৪৮৭.০০০.০৩.০১৩.১২-৩৮২(৬০)                                      তারিখঃ ১০-০৬-২০১৪

 

 

     অনুলিপি সদয় অবগতি/অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)ঃ

 

 

১।  মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

২।  জনাব নূর-ই-আলম চৌধুরী, মাননীয়  জাতীয় সংসদ সদস্য, মাদারীপুর-১।

 

৩।  সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৪।  কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা।

৫।  জেলা প্রশাসক, মাদারীপুর।

৬।  চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শিবচর, মাদারীপুর।

৭।  মেয়র, শিবচর পৌরসভা, শিবচর, মাদারীপুর।

৮।   উপজেলা ভাইস-চেয়ারম্যান/মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শিবচর, মাদারীপুর।

৯।   উপজেলা  ............................................কর্মকর্তা (সকল), শিবচর, মাদারীপুর।

১০। চেয়ারম্যান ..........................................ইউপি (সকল), শিবচর, মাদারীপুর।

১১।  জনাব ............................................... শিবচর, মাদারীপুর।

১২। অফিস কপি

          

 রশোধ     ং উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির আপ্যায়ন খরচ বাবদ প্রদান।৯ মসের উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                                     শিবচর,মাদারীপুর।