Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

সড়ক পথে-

ঢাকা থেকে ৫২ কিলোমিটারের পথ বাস ভ্রমনের মাধ্যমে পদ্মা নদী(মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরীযোগে) পার হয়ে শিবচর উপজেলা পরিষদ আসার একমাত্র মাধ্যম।

 

মাদারীপুর। থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা হাইওয়ে রাস্তা দিয়ে ৭০ কি:মি এবং বাইপাশ দিয়ে ৩২ কি:মি উপজেলা পরিষদ।

২)শিবচর উপলেলার সাথে কোন রেল যোগাযোগ নাই।

৩) ঢাকা বা অনান্য এলাকা হতে নৌ পথে কাওড়াকান্দি ঘাট দিয়ে শিবচর আসা যায়, কাওড়াকান্দি ঘাট হতে শিবচরের দূরত্ব ৯ কিঃমিঃ।

৪) দেশের অনান্য স্থান হতে শিবচর আসতে হলে ঢাকা হয়ে অথবা  ঢাকা- খুলনা মহাসড়ক, ঢাকা-বরিশাল মহাসড়ক( পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে)  ব্যবহার করে ফরিদপুর জেলার ভাংগা উপজেলা মোড়ে আসতে হবে।  ভাংগা মোড়ে এসে ঢাকা- খুলনা(মাওয়া হয়ে) মহাসড়কের পাচ্চর বাজারে এসে শিবচর রোডে যেতে হবে। পাচ্চর বাজার হতে শিবচরের দূরত্ব মাত্র ৭ কিঃমিঃ।

 

 

শিবচরে আপনাদের সকলকে স্বাগতম।